বাংলাদেশে দুর্গা পুজোর নিয়মে সরকারি নিষেধাজ্ঞা
![]() |
দুর্গাপুজো ২০২০ |
বাংলাদেশের আসন্ন শারদীয়া দূর্গাপূজা শুধু মন্দির প্রাঙ্গনেই সীমাবদ্ধ থাকবে।মহামারি করোনা ডাইরাসের কারনেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।আসন্ন শারদীয় উৎসবে আলোক সজ্জা, মেলা,আরতি প্রতিযোগিতা ও কোন ও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না।এ ছাড়া আগামী মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব জন্মাষ্ঠমী ও সীমিত পরিসরে উদযাপন করা হবে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত একথা জানিয়ে বলেন,এবারের দুগোর্ৎসবের অনুষ্ঠানমালা পৃজা অর্চনার মাধ্যমে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে বলে আমরা সিন্ধান্ত নিয়েছি।এ ছাড়া এবার খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুজা করার বিষয়ে ও সংশ্লিষ্ট আয়োজকদের অনুমতি নিতে হবে বলে জানান পরিষদ সভাপতি।
আসাম প্রতিনিধি।
No comments
আপনার মতামত লিখুন