সাংবাদিক সুজন চক্রবর্তীর পিতার ১ম মৃত্যু বার্ষিকী পালিত
শ্রীবাংলা ডেক্সঃ রবিবার হাইলাকান্দি জেলার কাটলিছড়া সৎসঙ্গ নগরে সাংবাদিক সুজন চক্রবর্তীর পিতা কাটলিছড়া সৎসঙ্গ বিহারের পৌরোহিত শ্যামল চক্রবর্তী ( বীরেশ) এর ১ম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মযার্দায় প্রতিপালিত হয়েছে। এ উপলক্ষে বার্ষিক শ্রাদ্ধ ক্রিয়া, গীতাপাঠ,বিদ্রেহী আত্মার চিরশান্তি কামনায় ২ মিনিট নাম ধ্যান ও ভক্তিমূলক কীর্তনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ডাঃ সুব্রত দে, প্রমেশ রঞ্জন পাল, বিপুল আচার্য, অমিয় সেন পুরকায়স্থ, বিমল হালদার,সুধীর রায়,টিংকু দাস।
সাংবাদিক সুজন চক্রবর্তীর পিতার ১ম মৃত্যু বার্ষিকী শ্রদ্ধাভরে সরণ করে শ্রীবাংলা পরিবার।
No comments
আপনার মতামত লিখুন