অভিশংসনে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প
দিত্ত ব্রহ্মচারী, রাজশাহী, বাংলাদেশ : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নিয়ে সরগরম হয়ে আছে মার্কিন সিনেট সহ গোটা বিশ্ব।
নির্বাচনে ভোট জালিয়াতির ভুয়া অভিযোগ, নির্বাচন ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করার চেষ্টা, ক্যাপিটাল হিলে সমর্থকদের হামলা করতে উস্কানি দেওয়া সহ আরো কিছু অভিযোগ আনা হয়েছে ।
![]() |
অভিশংসনে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প |
এ সম্পর্কে বিবরণ তুলে গতকাল সোমবার প্রতিনিধি পরিষদের স্পিকার নিয়োজিত কংগ্রেস অভিশংসন ব্যবস্থাপকদের সিনেটে প্রস্তাব দলিল হস্তান্তর করেন । সিনেটে কক্ষে অভিশংসন প্রস্তাবটি পাঠ করেন ডেমক্র্যাটিক কংগ্রেস ম্যান জ্যামাই রাসকিন ।
এ অভিশংসন দন্ড কার্যকর হলে আসন্ন ২০২৪ সালের নির্বাচনের পথ বন্ধ হয়ে যাবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।অনেকে এ বিপরীতে কথা বলছে ।রিপাবলিকানদের অনেকে অভিযোগ করেছেন ক্ষমতা হস্তান্তরের পর কোন প্রেসিডেন্টের অভিশংসন দন্ড কার্যকর করা মার্কিন সংবিধানের বাইরে । এ বিপরীতে সিনেটে ডেমক্র্যাটিক পাটির নেতা চাক শুমার বলেন, ১৮৭৬ সালের মার্কিন সংবিধানে বিচার বিষয়ে বিধান আছে ।
No comments
আপনার মতামত লিখুন